এবার বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান

২ সপ্তাহ আগে
কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে পাকিস্তানের আধাসামরিক পাকিস্তান রেঞ্জার্স।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘ভুল করে’ পাঞ্জাব সীমান্ত অতিক্রম করায় বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স।

 

১৮২ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পিকে সিংকে বুধবার (২৩ এপ্রিল) ফিরোজপুর সীমান্তে আটক করে পাক রেঞ্জার্স। 

 

আরও পড়ুন: কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সেনা নিহত

 

প্রতিবেদন মতে, বিএসএফের ওই সদস্য ইউনিফর্মে ছিলেন এবং তার সার্ভিস রাইফেল বহন করছিলেন। তিনি কৃষকদের সঙ্গে ছিলেন। কিন্তু বিশ্রামের জন্য ছায়ায় গেলে রেঞ্জারদের হাতে ধরা পড়েন।

 

ওই বিএসএফ সদস্যের মুক্তির জন্য দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

 

তাদের দাবি, এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয় এবং অতীতে উভয় পক্ষের মধ্যে ঘটেছে। 

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?

 

সূত্র: হিন্তুস্তান টাইমস

]]>
সম্পূর্ণ পড়ুন