এবার বাংলাদেশে ২৬ জনকে ঠেলে দিল বিএসএফ

৩ সপ্তাহ আগে
অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১১ জুন) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর বেনিপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।


আটক ২৬ জনকে বিজিবি সন্ধ্যায় জীবননগর থানায় হস্তান্তর করেছে। এরমধ্যে ১৩ জন শিশু সাতজন পুরুষ, ছয়জন নারী রয়েছে। তদের বাড়ি কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।


আরও পড়ুন: রাতের আঁধারে আবারও বাংলাদেশে ৯ জনকে ঠেলে দিল বিএসএফ


এ বিষয়ে ৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ২৬ নাগরিককে পুলিশ আটক করে। আটকদের পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ ছাব্বিশ বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে জানায়। ২৬ বাংলাদেশের নামের তালিকা বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ২৬ জনের নামের তালিকা যাচাই-বাছাই শেষে বিএসএফকে জানাই।


আরও পড়ুন: আবারও বাংলাদেশে ২৬ জনকে ঠেলে দিল বিএসএফ


তিনি আরও জানান, বুধবার দুপুরে জীবননগর বেনিপুর সীমান্তের ৬৪নং মেইন পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।


জীবননগর থানায় বিজিবি পক্ষ থেকে সাধারণ ডায়রির পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন