সংবাদ সম্মেলনে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যুক্ত করে নির্বাচন আয়োজনের একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি তুলে ধরেন তারা।
এ সময় লিখিত বক্তব্যে শিক্ষার্থী জেবিন আক্তার জানান, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, মতামত ও সমস্যার সমন্বয়, ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সঠিক নেতৃত্ব গড়ে তুলে শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি।
শিক্ষার্থীদের অভিযোগ, তিন মাস আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হলেও এ বিষয়ে এখনো কোনো নেই অগ্রগতি। এছাড়াও শহীদ আবু সাঈদের স্বপ্ন মাখা ক্যাম্পাসে লেজুড়ভিত্তিক রাজনীতি থেকে মুক্ত ঘোষণা করা হলেও, বাস্তবে সেটিতেও প্রশাসনের মধ্যে কোনো কঠোরতা পরিলক্ষিত হচ্ছে না।
লেজুড়ভিত্তিক রাজনীতি বন্ধ শুধুমাত্র কাগজে-কলমে ঘোষণা কিন্তু সেটি পরিপূর্ণরূপে বাস্তবায়নে প্রশাসনের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেন তারা। তাই ছাত্র সংসদ নির্বাচন নিয়েও শুরু হয়েছে দীর্ঘসূত্রিতার দাপ্তরিক জটিলতা।
আরও পড়ুন: বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সংবাদ সম্মেলনের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্র সংসদ নির্বাচনে দ্রুত ইতিবাচক রোডম্যাপ ঘোষণা না হলে গণঅভ্যুত্থানের মতো আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেবিন আক্তার, শিবলী সাদিক, সানোয়ার হোসেন প্রমুখ।