এবার কী সত্যিই মা হতে যাওয়ার খবর দেবেন ক্যাটরিনা?

৪ দিন আগে
বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এর আগে কয়েকবার গুঞ্জন উঠেছে ক্যাটরিনা কাইফ মা হতে যাচ্ছেন। কিন্তু নেটিজেনদের অনুমান ভুল প্রমাণ করে তিনি নতুন নতুন কাজ নিয়ে সামনে এসেছেন। তবে এই গুঞ্জন আবারও ভাসছে বলি অন্দরে।

এক বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তারকা জুটিকে। সে সময় ক্যাটরিনার হাতে ভিকির নামের একটি উল্কিও নজর কাড়ে অনুরাগীদের। এরপর কেটে গেছে তিন মাসেরও বেশি সময়। অবশেষে ফের একসঙ্গে প্রকাশ্যে এলেন ভিকি ও ক্যাটরিনা, সঙ্গে উস্কে উঠেছে নায়িকার মা হওয়ার গুঞ্জন।


সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। ভিকির পরনে সাদা শার্ট আর নীল ডেনিম, আর ক্যাটরিনার গায়ে ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট।

 

আরও পড়ুন: জন্মদিনে সঞ্জয়কে ‘সাইয়ারা’ বললেন স্ত্রী মান্যতা


এই পোশাকেই যেন অনুরাগীদের চোখে ধরা পড়েছে নতুন ইঙ্গিত। অনেকে বলে বসেন, ক্যাটরিনা নাকি ইচ্ছাকৃতভাবে নিজের বেবিবাম্প আড়াল করছেন। পাশাপাশি ক্যাটরিনার হাঁটার গতি ছিল বেশ ধীর— যা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এর ফলে নায়িকার মা হওয়ার জল্পনা যেন আরও জোরাল হয়ে উঠল।


২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা। চার বছরের দাম্পত্যে এর আগেও বহুবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। গত বছর আম্বানি পরিবারের অনুষ্ঠানে তার হাঁটাচলা ও পোশাক নিয়েও এমন আলোচনা হয়েছিল।

 

আরও পড়ুন: প্রমাণের জন্য নির্মাতাকে গর্ভপাতের রিপোর্ট দেখাতে হয় স্মৃতি ইরানির


তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য শোনা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন