সোমবার (১৬ জুন) ভোরে ইসরাইলি সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

তবে এ হামলার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দাপ্রধান নিহত
এর আগে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড সব ইসরাইলিকে বোমা শেল্টার ও নিরাপদ আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে বলেছে। ইরান নতুন করে হামলা চালাবে বলে আশঙ্কা তাদের।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছে থাকার সতর্কতা দেয়ার অর্থ নয় যে ইরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে অল্প সময়ের মধ্যে মিসাইলগুলো তারা ছুড়তে পারে।’
আরও পড়ুন: ইসরাইলি দখলদারিত্বের ভিত্তি নাড়িয়ে দিয়েছে ইরান: হামাস
এছাড়া অসমর্থিত একটি সূত্র দাবি করে, ইরানের এ হামলার সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়তে পারে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
]]>