এদিন ম্যাচের ২৩ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে লিড নেয় লেস্টার। বিরতির ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিডিডি। শেষ পর্যন্ত এই দুই গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে মার্টি সিফুয়েন্তেসের দল। এদিন লেস্টারকে নেতৃত্বও দিয়েছেন হামজা চৌধুরী।
আরও পড়ুন: বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টা নেইমারের
প্রতিপক্ষের মাঠে আজ শুরুর একাদশেই মাঠে নামেন হামজা চৌধুরী। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এই বাংলাদেশি। মাঝমাঠে থেকে খেলা নিয়ন্ত্রণ করার পাশাপাশি তিনি গোলের লক্ষ্যে দুটি শট নেন। ম্যাচে রেকর্ড ৯৫ বার বল স্পর্শ করেছেন হামজা। এছাড়া প্রতিপক্ষের বক্সে বল বাড়িয়েছেন ১১ বার।
আরও পড়ুন: হলিউড রূপকথায় নতুন অধ্যায় রেক্সহ্যামের
রক্ষণে ৩টি ট্যাকল করেছেন হামজা, ২টি রিকভারি এবং একটি শট ব্লক করে শেল্টেনহামের আক্রমণভাগকে ব্যর্থ করেন তিনি। এছাড়া দুইবার সফল ড্রিবলিংয়ের পাশাপাশি ম্যাচে সর্বোচ্চ তিনবার ফাউলের শিকার হয়েছেন এই মিডফিল্ডার। তবে চতুর্থ রাউন্ডে লেস্টারের প্রতিপক্ষ কোন দল, তা চূড়ান্ত হবে সোমবার (১২ জানুয়ারি)।
এফএ কাপে সাফল্যের মুখ দেখলেও লিগ চ্যাম্পিয়নশিপে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই লেস্টার সিটি। শেষ ১০ ম্যাচের ৫টিতেই হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে তারা।
]]>
৫ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·