বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
নুর বলেন, ‘সরকার এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। সব রাজনৈতিক দল সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ করেছে। এনসিপির প্রতি এমন আচরণ বজায় থাকলে সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’
পতিত আওয়ামী লীগ যেকোনো ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনের সুযোগ নিয়ে অরাজকতা করতে পারে বলেও আশঙ্কা গণঅধিকার পরিষদ সভাপতির।
এদিকে, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বিচার সংস্কার ও নির্বাচনের দায়িত্ব সরকারের ওপর। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা দরকার। তাহলে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে।’
আরও পড়ুন: বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব: প্রেস সচিব
সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বানাতে হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করতে হবে।’
সরকারের নানা আচরণে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মাঝে মধ্যে মেঘ আসছে অভিযোগ করে সাকি বলেন, ‘সঠিক সময়ে নির্বাচন ও সংস্কার নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। এজন্য বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এসব দূর করতে সরকারকেই উদ্যোগী হতে হবে।’
]]>