এনসিপি নেতা নাসিরকে রাঙ্গামাটিতে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদল

৩ সপ্তাহ আগে
কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহম্মেদকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গামাটি জেলা শাখা।

শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রনরুপায় গিয়ে সমাবেশে পরিণত হয়। এ সময় সমাবেশ থেকে এনসিপি নেতা নাসির উদ্দিনকে রাঙ্গামাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাকে রাঙ্গামাটিতে না আনার জন্য এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।


সমাবেশ বক্তব্য রাখেন: জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলি আহাদ, ফজলুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ।


আরও পড়ুন: সালাহউদ্দিনকে নিয়ে কটূক্তি: কক্সবাজারে বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ


এ সময় বক্তারা বলেন, ‘এনসিপি সমাবেশ করবে এটা তাদের অধিকার। কিন্তু সেই সমাবেশে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়াটা রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত। এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’


বক্তারা আরও বলেন, ‘রোববার রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশ আছে, সে সমাবেশ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে যদি সেখানে বিএনপি ও তার নেতাদের নিয়ে কোনো বাজে বক্তব্য দেয়া হয়,  তাহলে তার জবাব দেয়া হবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন