এনবিআরে অচলাবস্থা: আজও চলছে কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’

১ সপ্তাহে আগে
চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। আজও চলছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি।

রোববার (২৯ জুন) সকাল থেকেই কর্মীরা জড়ো হচ্ছেন আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে।

 

যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে, শাটডাউন কর্মসূচির কারণে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম।

 

এতে ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেছেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এনবিআরের অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে।

 

আরও পড়ুন: এনবিআরের কমপ্লিট শাটডাউনের প্রভাব আখাউড়া স্থলবন্দরে

 

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের আমদানি-রফতানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রফতানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে।

 

কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বলেন, কোনো সমস্যা টেবিলে বসে সমাধান করা যায় না-সেটা আমরা বিশ্বাস করি না। বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু এনবিআরের সংস্কার হতে হবে।

 

যদিও ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। তবে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী সেবা অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন