‘এত ট্রলের পরেও তার মাথা যেভাবে ঠিক রাখে’, শান্তর প্রশংসায় সালাউদ্দিন

৩ সপ্তাহ আগে
চাপের মুহূর্তে দলের হাল ধরেছেন। যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিমকে। ভিত গড়ে দিয়েছেন বড় সংগ্রহের। সবকিছুই করেছেন ফোলা আঙুলের ব্যথা নিয়ে। গল টেস্টে ১৪৮ রানের ইনিংসের পর তাই নাজমুল হোসেন শান্তকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

নাজমুল হোসেন শান্ত। দেশের হয়ে খেলে সমর্থকদের কাছ থেকে যতটুকু না ভালোবাসা পেয়েছেন, তার চেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন। মাঠ ও মাঠের বাইরে তাকে নিয়ে ট্রলের শেষ নেই। বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে অভিমানের সুরে তাই বলেই ফেলেন, ‘মাঠে নামলে মনে হয় প্রতিপক্ষ নয়, আমি দেশের বিপক্ষে খেলি।’

 

কিন্তু এত কিছুর পরও ক্রিকেটের প্রতি তার নিবেদন কমেনি। ট্রল কিংবা কড়া সমালোচনা একপাশে রেখে মনোযোগ রাখছেন নিজের কাজে। বিপদের মুহূর্তে ধরছেন দলের হাল।

 

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টেও দিয়েছেন নিজের যোগ্যতার প্রমাণ। ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট হারানো দলের হাল ধরে তুলে নেন সেঞ্চুরি। অল্পের জন্য দেড়শ’র ইনিংস খেলতে ব্যর্থ হলেও মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ২৬৪ রানের জুটি। তাতে বাংলাদেশও প্রথম ইনিংসে ৫০০ রান সংগ্রহের কাছাকাছি পৌঁছে গেছে।

 

আরও পড়ুন: শেষ বিকেলে ছন্দপতন, ৫০০ করতে পারবে তো বাংলাদেশ!

 

বুধবার (১৮ জুন) গল টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শিষ্যের প্রশংসা করতে তাই কার্পণ্য করেননি কোচ সালাউদ্দিন। ফোলা আঙুলের ব্যথা নিয়েও ১৪৮ রানের ইনিংস খেলেছেন শান্ত। এত ট্রলের পরও তার মানসিক স্থিতিশীলতা মুগ্ধ করেছে সালাউদ্দিনকে।

 

সংবাদ সম্মেলনে জাতীয় দলের সহকারী এ কোচ বলেন, ‘তার (শান্তর) আঙুল অনেক ফোলা ছিল। সে আঙুলে ব্যথা নিয়ে খেলেছে। শান্ত যেমন ক্যারেক্টার, সে অনেক টাফ ছিল। এতকিছুর পরে, এত ট্রলের পরেও তার মাথা যেভাবে ঠিক রাখে, আমার মনে হয় লং রানে অনেক ছেলে এটা ধরে রাখতে পারবে না। মেন্টালি টাফ ক্যারেক্টার, লিডার হিসেবে। সে ক্যারেক্টার শো করেছে যেটা ছেলেদের জন্য অনেক উপকার হবে।’

 

আরও পড়ুন: দুই বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব

 

গলে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান তুলেছে বাংলাদেশ। মুশফিক ১৬৩ আর লিটন ৯০ রান করে আউট হয়েছেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন