এজবাস্টনে সেঞ্চুরি করে কোহলি-হাজারেদের পাশে গিল

২০ ঘন্টা আগে
দিনটা কার? নিশ্চিতভাবেই শুভমান গিলের। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম দিন নিয়ে এ কথাটা হয়তো বেশির ভাগ মানুষই স্বীকার করতে বাধ্য হবেন। গিল নিশ্চয়ই অধিনায়ক হিসেবে তৃপ্ত, ৫ উইকেটে ৩১০ রান তুলেছে টিম ইন্ডিয়া। ব্যক্তিগতভাবেও নন কি?

আগের ম্যাচ দিয়েই টেস্ট দরের নেতৃত্বে অভিষেক হয়েছে গিলের। হেডিংলির ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন দলপতি। করলেন আজও। এর মাধ্যমে একটা রেকর্ডে বিরাট কোহলি, বিজয় হাজারে ও সুনীল গাভাস্কারের পাশে বসেছেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টেই এদের সবার শতক আছে। কোহলি প্রথম দুই টেস্টে করেছিলেন তিন শতক। দিনশেষে ২১৬ বলে ১১৪ রান নিয়ে অপরাজিত গিল। তিনি নিশ্চয়ই ব্যক্তিগতভাবেও তৃপ্ত।


গিলের মতো তৃপ্তি নিয়ে দিন শেষ করতে পারতেন জশস্বী জয়সওয়ালও। লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরির দ্বারপ্রান্তেই ছিলেন তিনি। মাত্র ১৩ রানের জন্য আক্ষেপ নিয়ে ফিরতে হয়। জয়সওয়াল আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন।


আরও পড়ুন: ভারতের বাংলাদেশ সফরে রাজি নয় মোদি সরকার!


টস হেরে ব্যাট করতে নামার পর প্রথম সেশনের শুরুতেই রাহুল সাজঘরে ফিরে যান। ২ রানে দিনের সেরা বোলার ক্রিস ওকসের শিকার হন তিনি। এরপর করুণ নায়ারকে নিয়ে বিপদ কাটিয়ে উঠেছিলেন জয়সওয়াল। কিন্তু নায়ার ৩১ রানে ব্রাইডন কার্সকে উইকেট দেন। দ্বিতীয় সেশনের শেষভাবে ভারত হারায় জয়সওয়ালের উইকেট। ১০৭ বলের ইনিংসে ১৩টি চার হাঁকান তিনি।


আগের ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা রিশভ পন্ত ২৫ রানে শোয়েব বশিরের ঘূর্ণিতে কাটা পড়েন। একাদশে ফেরা নিতিশ কুমার রেড্ডি করেন মাত্র ১ রান। এরপর ৯৯ রানের দিনের সবচেয়ে বড় জুটি হয় গিল ও রবীন্দ্র জাদেজার মধ্যে। জাদেজা ৪১ রানে অপরাজিত। ওকস ৫৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাকিদের মধ্যে কার্স, বেন স্টোকস ও বশিরের শিকার একটি করে।

]]>
সম্পূর্ণ পড়ুন