এই হারের পর দলে পরিবর্তন আনল ইংল্যান্ড। লর্ডস টেস্টের দলে ডাকা হয়েছে গুস অ্যাটকিনসনকে। ফলে ইংল্যান্ডের স্কোয়াডের আকার বেড়ে দাঁড়াল ১৬। এজবাস্টন টেস্টের আগে ডাকা হয়েছিল জফরা আর্চারকে। যদিও তিনি একাদশে সুযোগ পাননি। অ্যাটকিনসন ইংল্যান্ড দলে যোগ দিয়ে আর্চারসহ পেসারদের মধ্যে পাবেন ব্রাইডন কার্স, জশ টাং, ক্রিস ওকস, স্যাম কুক ও জেমি ওভারটনকে। এদের মধ্যে স্যাম কুক ও ওভারটন ৫ উইকেটে জেতা হেডিংলি টেস্টে খেলেননি।
অ্যাটকিনসন মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। সে কারণে জায়গা পাননি প্রথম দুই টেস্টের দলে। মিস করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজও। সেই চোট রিকভার করে লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ড দলে ঢুকলেন তিনি। ১০ জুলাই শুরু হবে ওই ম্যাচ।
আরও পড়ুন: গাভাস্কারের ৫৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন গিল
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিমি অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচ দিয়ে অ্যাটকিনসনের ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয়েছিল। অভিষেক ম্যাচের দুই ইনিংসে ১০৬ রান দিয়ে ১২ উইকেট নেন তিনি। টেস্ট ইতিহাসে এর চেয়ে ভালো অভিষেক আছে আর মাত্র চারজন বোলারের, যার দুই জনই ইংল্যান্ডের—ফ্রেডেরিক মার্টিন অভিষেকে অ্যাটকিনসনের মতোই নিয়েছিলেন ১২ উইকেট, জেমস ফেরিস ১৩টি। ভারতের নরেন্দ্র হিরওয়ানি ও অস্ট্রেলিয়ার বব ম্যাসি দুজনের শিকারই ১৬টি করে।
ইংল্যান্ড স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গুস অ্যাটকিনসন, শোয়াইব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি স্মিথ, অলি পোপ, জো রুট, জেমি ওভারটন, জশ টাং ও ক্রিস ওকস।
]]>