এগিয়ে থেকেও ১০ জনের ফর্টিসের জয় হাতছাড়া

৩ সপ্তাহ আগে

আগে গোল করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল ফর্টিস এফসি। কিন্তু গোলকিপার  সারোয়ার জাহান হাত দিয়ে বল আটকে দেখলেন লালকার্ড। ফর্টিস দশ জনের দলে পরিণত হওয়ায় ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। প্রিমিয়ার লিগে দুই দলের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে।  বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার টানা সাত ম্যাচ অপরাজিত থাকলো ফর্টিস।  দিনের অন্য ম্যাচে ময়মনসিংহ জেলা... বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন