এখনও পার্টিসিপেশন মানি বকেয়া একাধিক ফ্র্যাঞ্চাইজির

৩ সপ্তাহ আগে
বিপিএল মাঠে গড়ানোর বাকি নেই ১ মাসও, অথচ এখনো পার্টিসিপেশন মানি পরিশোধ করেনি একাধিক দল। বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি মালিকদের পরিচয় নিয়েও আছে বিতর্ক। এসবের পাশাপাশি বিসিবিকে চাপে রেখেছে সাকিব আল হাসান ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরের কথা, এই অলরাউন্ডারের বিপিএলে অংশগ্রহণের সম্ভাবনাও এখন নেই বললেই চলে।

পাঁচ তারকা হোটেলে মাসকাট উন্মোচন, তিন ভেন্যুতে তিনটি ভিন্ন কনসার্টের মাধ্যমে উদ্বোধন। সেই কনসার্টগুলোয় দেখা যাবে বিশ্ববরেণ্য শিল্পীদের। কাঁড়ি কাঁড়ি অর্থ খরচের মাঝে উপেক্ষিত মাঠের ক্রিকেটটাই। ১১তম আসরে এসেও লভ্যাংশ ভাগাভাগিতে রাজি নয় বিসিবি। পাপনের নেতৃত্বাধীন বোর্ডের সমালোচনায় মুখর থাকা ফারুক আহমেদের দাবি, ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় উৎসবে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি। যা নিয়ে অসন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোও।


গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, 'প্রতিদিন ভিক্ষুকের মতো স্পন্সরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। কেউ টাইম দেয় তো কেউ দেয় না। এতো এতো এই ধরণের অনুষ্ঠান না করে আমাদের কিছু ফান্ডিং করেন।'


আরও পড়ুন: বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ এর নকশায় যা বলা হয়েছে


'অলাভজনক' বিপিএলের পার্টিসিপেশন ফি আদায়েও উদার বিসিবি। এখনো টাকা পরিশোধ করেনি দূর্বার রাজশাহী। অদৃশ্য ইশারায় চিটাগাং কিংসের বকেয়া ৯ কোটির বেশি টাকা কমিয়ে আনা হয় সাড়ে তিন কোটিতে। যদিও সে টাকাটাও এখনো বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে বলেন, 'এখনো প্রথম চেকটি আমরা হাতে পাইনি। চট্টগ্রাম কিংসের কম ছিল, আমরা একটা পর্যায়ে এনেছি। তবে বাকি টাকাটা এখনো পাইনি। আশা করছি খুব দ্রুতই টাকাটা পেয়ে যাব।'


এসব বিতর্কের পাশাপাশি ফারুক আহমেদের গলার আরেক কাঁটার নাম সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অলরাউন্ডারের খেলা না খেলা নিয়ে সোজাসাপ্টা উত্তর নেই বিসিবির কাছে। আবারও তাই বিসিবি সভাপতি এই ইস্যু ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে। তিনি বলেন, 'একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের জন্য খেলা এক ব্যাপার নয়। প্রিপারেশনের ব্যাপার আছে, আবার টিমের রসায়নটা দরকার হয় খুব বেশি। সে এটা যখন করতে পারছে না, আমার মনে হয় ও খুব ভালো একটা মেন্টাল স্টেটে (মানসিক অবস্থা) নাই দেশের হয়ে খেলার জন্য।'


একের পর এক ইস্যুতে, নতুন দায়িত্বে চাপ বাড়ছেই ফারুক আহমেদের ওপরে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন