এখন থেকে তিনি ‘স্যার ডেভিড বেকহ্যাম’

৩ সপ্তাহ আগে
অবশেষে ‘নাইটহুড’ পুরস্কার পেলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। খেলাধুলা ও দাতব্যকাজে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তার পাশাপাশি রক ব্যান্ড ‘দ্য হু’-এর গায়ক ও সহপ্রতিষ্ঠাতা রজার ডালট্রে ও হলিউড অভিনেতা গ্যারি ওল্ডম্যানকেও একই সম্মানে ভূষিত করা হয়।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১১৫টি ম্যাচ খেলেছেন ডেভিড বেকহ্যাম। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও পিএসজির মতো ক্লাব মাতিয়েছেন বেকহ্যাম। ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি। বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সহমালিক তিনি। 

 

সম্মানসূচক নাইটহুড পাওয়ার পর বেকহ্যামের নামের সঙ্গে এখন স্যার উপাধি যোগ হবে। এবং তার স্ত্রী স্পাইস গার্লস ব্যান্ডের সাবেক সদস্য ভিক্টোরিয়া বেকহ্যাম ‘লেডি বেকহ্যাম’ হিসেবে পরিচিত হবেন। 

 

আরও পড়ুন: নিষেধাজ্ঞা কাটিয়ে যে ক্লাবে ফিরতে চান পগবা

 

আগে থেকেই নাইটহুড পাওয়ার আলোচনায় ছিলেন বেকহ্যাম। ২০০৩ সালে অফিসার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার সম্মানে তাকে ভূষিত করা হয়। ফ্যাশন শিল্পে অবদানের জন্য পরে ভিক্টোরিয়াও একই সম্মান পান। 

 

Sir David Beckham 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🤩

Congratulations to our former captain, who has been awarded a Knighthood for his services to sport and charity! pic.twitter.com/G9zypNBgHx

— England (@England) June 14, 2025

 

প্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া বিবৃতিতে বেকহাম বলেছেন, ‘পূর্ব লন্ডনে বাবা–মা ও দাদা–দাদিদের সঙ্গে বেড়ে উঠেছি, যারা ভীষণ দেশপ্রেমিক ছিলেন এবং ব্রিটিশ হওয়ার জন্য গর্ববোধ করতেন। কখনো ভাবিনি এমন সত্যিকারের সম্মান পাবো। আমি খুব ভাগ্যবান, কারণ যে কাজ আমি করি সেটা করতে পারছি এবং তার স্বীকৃতি পাওয়ার জন্য কৃতজ্ঞ।’

 

খেলাধুলা, ফ্যাশন ও ব্যবসা মিলিয়ে বেকহাম নিজেকে দিন দিন বৈশ্বিক আইকনে পরিণত করার ফল হিসেবে এ সম্মান পেলেন। যুক্তরাজ্যের সম্মানসূচক উপাধিগুলোর মধ্যে এটি অন্যতম। রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের ‘অনার্স লিস্ট’-এ তাকে শুক্রবার (১৩ জুন) নাইটহুড দেওয়া হয়। 

 

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলকে নিয়ে পরিকল্পনা শুরু আনচেলত্তির

 

২০১২ অলিম্পিক আয়োজনের স্বত্ব লন্ডনকে পাইয়ে দেওয়ায় বড় অবদান ছিলো বেকহ্যামের। তখন থেকেই নাইটহুড পাওয়ার আলোচনায় ছিলেন তিনি। তবে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠার পর তার নাইটহুড পাওয়ার প্রক্রিয়া থামিয়ে দিয়েছিলো যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। পরে অভিযোগটি থেকে খালাস পান বেকহ্যাম। 

 

Sir David Beckham. 🏅

The former @ManUtd star and Premier League Hall of Famer has received a knighthood for services to Sport and to Charity! pic.twitter.com/ydSu2ddfsJ

— Premier League (@premierleague) June 14, 2025

 

নেটফ্লিক্সে ২০২৩ সালে প্রচারিত ‘বেকহ্যাম’ তথ্যচিত্রে তিনি বলেছিলেন, ‘জানতাম একটা সময় আমার ক্যারিয়ার শেষ হবে, ফুটবলের পরেও আমি ক্যারিয়ার গড়তে চেয়েছি।’

 

২০১১ সালে প্রিন্স উইলিয়াম এবং ২০১৮ সালে প্রিন্স হ্যারির বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের নিমন্ত্রণ পেয়েছিলেন বেকহ্যাম। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার কফিন দেখতে দীর্ঘ সময় অপেক্ষা এড়িয়ে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ব্রিটেনের বিভিন্ন অঙ্গনের বেশ কিছু তারকা। রানিকে সম্মান জানাতে প্রায় ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন বেকহ্যাম। তখন থেকেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় বেকহ্যামের নাইটহুড পাওয়া স্রেফ সময়ের ব্যাপার।

 

এদিকে ইংল্যান্ড ফুটবল ও ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে ডেভিড বেকহ্যামকে অভিনন্দন জানানো হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন