এখন জাতিকে বিভক্ত করার সময় নয়, ঐক্য ধরে রাখতে হবে: নাহিদ ইসলাম

৪ সপ্তাহ আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি মারা যাওয়ার খবরে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পরপরই শাহবাগে জড়ো হয় ছাত্র-জনতা। সেখানে উপস্থিত হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আন্দোলনে সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্ক করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণকে দায়িত্বশীল থাকতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে। তার ভাষায়, ‘আন্দোলনের ভেতরে ক্ষোভকে কাজে লাগিয়ে স্যাবোটাজের পরিকল্পনা করা হচ্ছে। এখন জাতিকে বিভক্ত করার সময় নয়। যারা আন্দোলনের গতিমুখ ভিন্ন দিকে নিতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’


তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই ঐক্যের কথাই আবার স্মরণ করিয়ে দিয়ে তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও শক্তিকে একই মঞ্চে আসার জন্য  আহ্বান জানান। একসঙ্গে কথা বলা ও সম্মিলিতভাবে কর্মসূচি ঘোষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নাহিদ ইসলাম জানান, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে এবং এ বিষয়ে রাতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।


হাদির হত্যার প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা ভারতে পালিয়ে গেছে। তিনি বলেন, হত্যাকারীদের ফেরত দিতে হবে। তার আগে ভারতের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: শুক্রবার দেশে আনা হবে ওসমান হাদির মরদেহ

 

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।


মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে।


এই অবস্থার মধ্যেই পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন