গত সোমবার (৯ জুন) জাহিদ হাসানের স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ জানান, হঠাৎই ঠান্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর জাহিদ হাসানকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: জাহিদ হাসান হাসপাতালে
এরপর মঙ্গলবার নিজের শারীরিক অবস্থার কথা গণমাধ্যমে জানান জাহিদ হাসান নিজেই। অভিনেতার কথায়, ‘এখনো হাসপাতালে আছি। চিকিৎসকের পরামর্শে আরও কিছু দিন থাকতে হবে। আগের চেয়ে কিছুটা ভালো আছি।’
জাহিদ হাসান বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই। দোয়া ও ভালোবাসা চাই। আল্লাহ দয়ালু, তিনি নিশ্চয়ই রহম করবেন।’
আরও পড়ুন: শাকিব খানসহ ৪ চমক নিয়ে আসছে ‘আনন্দমেলা’
উল্লেখ্য, এই ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসানের অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। এই ছবিতে জাহিদ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, ইন্তেখাব দিনার, নরেশ ভূঁইয়া, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।