একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১ সপ্তাহে আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি প্রথম ধাপের মাইগ্রেশন প্রক্রিয়ার ফলও একই সময়ে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।


এর আগে দ্বিতীয় ধাপের আবেদনের সময়সীমা শেষ হয়েছিল ২৫ আগস্ট। এ ধাপে আবেদন করেছিলেন মূলত সেসব শিক্ষার্থী–যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি, আবেদন করেও মনোনয়ন পাননি কিংবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন।
 

মনোনীত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।


উল্লেখ্য, গত ২০ আগস্ট রাতে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপের ফল প্রকাশিত হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পাননি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই ছিল ৫ হাজার ৭৬৫ জন।
 

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের জন্য সুখবর
 

যেভাবে ফল দেখবেন


শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বরেও ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।


নিশ্চায়ন ফি পরিশোধ


যেসব শিক্ষার্থী কলেজে নির্বাচিত হয়েছেন, তাদের অবশ্যই ৩৩৫ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদ-এর মাধ্যমে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেয়া আছে।

]]>
সম্পূর্ণ পড়ুন