বাংলাদেশ মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডনে এক অনুষ্ঠানে এই দাবি করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শফিকুর রহমান বলেন, ‘জামায়াত ইসলামী পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা রাজনীতিতে কোনো অপরাধ নয়। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। যদি কোনো অপরাধ কেউ করে থাকেন। যেমন, মানুষ খুন করেন, কারও বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারও সম্পদ লুটপাট করেন, কারও ইজ্জতে হাত দেন। তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত।’
আরও পড়ুন: নির্বাচনের জন্য যৌক্তিক সময় দরকার, তবে বছরের পর বছর নয়: জামায়াত আমির
‘আমরা যদি কোনো ভুল করে থাকি। কোনো প্রশ্ন ছাড়াই এটা যদি প্রমাণ হয়, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি, জাতির কাছে ক্ষমা চাইবো।’
মুক্তিযুদ্ধের সময় সবাই পাকিস্তানকে সমর্থন করলেও শুধু জামায়াতের নাম এসেছে বলেও দাবি করেন আমির শফিকুর রহমান।