রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব শহরের ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম দেন ওই প্রসূতি। এরমধ্যে দুটি পুত্র ও একটি কন্যা সন্তান। তারা সুস্থ আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসূতি জোনাকি বেগম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া মনতালা গ্রামের সৌদি প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী। পাশাপাশি তিনি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের বাউল বাড়ির তাহের উদ্দিনের কন্যা। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। এটিই তাদের প্রথম সন্তান।
আরও পড়ুন: পটুয়াখালীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় বাবা-মা
হাসপাতাল সূত্র জানায়, গত ২৭ আগস্ট প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন জোনাকি বেগম। শারীরিক অবস্থার কারণে তাকে চার দিন পর্যবেক্ষণে রাখা হয়। পরে রোববার সন্ধ্যায় সিজারের মাধ্যমে একসঙ্গে তিন নবজাতকের জন্ম হয়।
তিন নবজাতকের দাদা সবুজ ভূঁইয়া বলেন, ‘আমার ছেলে প্রবাসে থাকেন। আল্লাহর রহমতে তার ঘরে একসঙ্গে তিন সন্তান এসেছে। আমাদের পুরো পরিবার আনন্দে ভাসছে। নাতি-নাতনিদের জন্য সবার কাছে দোয়া চাই।’
আরও পড়ুন: কিশোরগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম
রোগীর ফুফু রাবিয়া খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা কখনও কল্পনা করিনি একসঙ্গে তিন সন্তান হবে। যখন দুই ছেলে ও এক মেয়ে আমাদের হাতে আসে, আনন্দে চোখ ভিজে যায়। পরিবারের জন্য এর চেয়ে বড় খুশির দিন আর নেই।’
অস্ত্রোপচার পরিচালনাকারী চিকিৎসক ডা. এ জেড এম ফরহাদ আহমেদ বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষায় আমরা নিশ্চিত হয়েছিলাম যে, রোগীর গর্ভে তিন সন্তান আছে। সিজারের মাধ্যমে নিরাপদে প্রসব করানো আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। আল্লাহর রহমতে মা ও তিন সন্তান সুস্থ আছে।’