একসঙ্গে শাকিব-জোভান, কী জানালেন অভিনেতা?

৩ সপ্তাহ আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের একটি ছবি। ছবিটি ছড়িয়ে পড়ার পরই নতুন জল্পনা বুনছেন নেটিজেনরা।

শুক্রবার (১৩ জুন) ফেসবুকে শাকিব খানের সঙ্গে তোলা নিজের একটি ছবি আপলোড করেন জোভান। এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা।

 

বেশিরভাগ নেটিজেন বলছেন, অভিনেত্রী সাবিলা নূরের মতো ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লেখাতে চলেছেন জোভান। অনেকে আবার প্রিয় অভিনেতাকে জানাতে শুরু করেছেন নতুন পথ চলার শুভ কামনা, অভিনন্দনও।

 

ছবি প্রসঙ্গে জানতে চাইলে সংবাদ মাধ্যমে জোভান বলেন,

একটি অনুষ্ঠানে হঠাৎ করেই শাকিব খানের সঙ্গে দেখা হয়ে যায়। সেখানে সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ আরও অনেকেই ছিলেন। মুহূর্তটা ধরে রাখতে শাকিব ভাইয়ের সঙ্গে ছবিটা তুলি।

 

জোভান আরও বলেন,

ছবিটি আপলোড করার পর অনেকে মনে করছেন বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছি। বিষয়টা এমন নয়। আপাতত সিনেমায় কাজ করার কোনো পরিকল্পনা নেই। কারণ সিনেমা অনেক বড় বিষয়। নিজেকে আরও তৈরি করা প্রয়োজন। তারপর সিনেমা নিয়ে ভাববো।

 

আরও পড়ুন: শাকিব-সাবিলার ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’

 

শাকিব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিনেতা বলেন,

শাকিব ভাইয়ের সঙ্গে এটাই আমার জীবনে প্রথম দেখা। ভালো লেগেছে তার সঙ্গে আলাপ হয়ে। যতটুকু কথা হয়েছে, বুঝেছি মানুষ হিসেবে তিনি নম্র,ভদ্র এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী।

 

আরও পড়ুন: ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে নাটক ‘আশিকি’

 

বর্তমানে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ দাঁপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান। অন্যদিকে ছোট পর্দায় ‘আশিকি’ নাটকে অভিনয় করে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছেন ফারহান আহমেদ জোভান।  

]]>
সম্পূর্ণ পড়ুন