একসঙ্গে মুম্বাই ফিরলেন অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য

১ সপ্তাহে আগে
নববর্ষ উদ্‌যাপনের পর একসঙ্গে মুম্বাই ফিরেছেন বলিউড বচ্চন পরিবারের ত্রয়ী খ্যাত অভিনেতা অভিষেক বচ্চন, অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন। মুম্বাই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছেদের গুঞ্জনকে গুঞ্জন প্রমাণ করেই একসঙ্গে হাসি খুশি মেজাজে দেখা গেছে বলিউডের দুই বড় তারকাকে। যে কারণে নতুন করে শোবিজ পাড়ায় আলোচনারও জন্ম দিয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। তাই বচ্চন পরিবারের ত্রয়ীর ছবি ও ভিডিও এখন ভাইরাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।  

 

কিছুদিন আগে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুটি কাটাতে যান অভিষেক। সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে নিয়ে নিরিবিলি সময় কাটান। নতুন নববর্ষ উদ্‌যাপন করেন।

 

এদিকে কর্ম ব্যস্ততা আর কোলাহল থেকে নিজেদের একটু সরিয়ে নিয়ে পরিবারকে বরাবরই গুরুত্ব দিয়েছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া। ব্যস্ততার মধ্যেও মেয়ে আরাধ্যকে সব সময় কাছাকাছি রাখতেই দেখা যায় এ নায়িকাকে।

 

আরও পড়ুন: সালমান পরিবারে নতুন সুখবর

 

নানা কারণে পরিবারের এ তিন সদস্যকে একসঙ্গে খুব একটা দেখা না গেলেও নতুন বছরের শুরুতে তাদের এমন সুখী পরিবার হিসেবে দেখে খুশি ভক্তরা। সামনের দিনগুলোতে এমনই পারিবারিক সুখে সময় কাটুক বলিউড এ তারকা জুটির, এমন প্রত্যাশা নেটিজেনদেরও।

 

আরও পড়ুন: নাতির প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ, একদিনে ‘ইক্কিস’র আয় কত?

 

প্রসঙ্গত, বলিউড সিনেমা ‘ধুম টু’, ‘গুরু’তে একসঙ্গে কাজ করতে করতেই গিয়ে একে অন্যের  কাছাকাছি আসেন অভিষেক- ঐশ্বরিয়া। দুই পারিবারের ইচ্ছাতেই ২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত জুটি। বিয়ের ৪ বছর পর ২০১১ সালে তাদের সংসারে আলো করে আগমন কন্যা আরাধ্যর।

]]>
সম্পূর্ণ পড়ুন