ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, এরই মধ্যে নির্মাতা কথা বলেছেন দুই তারকার সঙ্গে। প্রাথমিক আলোচনা হলেও কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে। ভাবনা চিন্তা চললেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।
অভিনেতা চঞ্চল বলেন, ‘গল্পটা বেশ ভালো লেগেছে। যদি সব ঠিক থাকে তবেই এ নিয়ে বলা যাবে। সিনেমাটির ব্যাপারে মাত্র আলাপ-আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি।’
আরও পড়ুন: ভাগ্যশ্রীর সঙ্গে শাকিল খানের পুরনো ছবি ভাইরাল
জানা যায়, ২৫ বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে ‘ত্রিধারা’। কয়েকটি ঘটনা তিনটি জীবনের সবকিছু পাল্টে দেয়।
আরও পড়ুন: ছেলেকে নিয়ে মালয়েশিয়ার রাস্তায় পরীমণি, বললেন জীবন সুন্দর
তিনজনের জীবনের পথচলাকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। মূলত তিনটি জীবনের সমীকরণ কীভাবে তাদের জীবনে অতীত ফিরে এসে বদলে দিতে পারে—তেমনই একটি গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অমিতাভ।
]]>