শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার দ্বিবার্ষিক (২০২৫-২০২৬ সেশন) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। একই সাথে নতুন বাংলাদেশে সকলকে ইসলাম আন্দোলন বাংলাদেশের হাতপাখার পাশে থাকার আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ‘চব্বিশের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষের সামনে আল্লাহ তাআলা একটি নতুন দিগন্ত শুরু করার সুযোগ আমাদের দিয়ে দিয়েছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি রাষ্ট্র নায়ক নির্বাচন করতে আমরা ভুল করি, কী পরিণতি হয় তার একটা দৃষ্টান্ত গত স্বাধীনতার ৫৪ বছরের এই বাংলাদেশ। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়েছে। আর তা পাচার করেছে যারা ক্ষমতায় ছিল তারা। এর দায়ভার আমরা সাধারণ জনগণ এড়াতে পারি না।
তিনি বলেন, ‘পীর সাহেব চরমোনাই যখন নীতির পরিবর্তনের দাবি নিয়ে দেশের গণমানুষের কল্যাণের জন্য একটা ইসলাম প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে যখন হাতপাখার বাক্স আমরা পাঠিয়ে দিলাম। আমাদের অনেক ভাই বলতো, হুজুরদের ভোটটা দিয়ে কি আমাদের ভোটটা পচাবো? আজকে ২০২৪ সালে এসে নিশ্চই আমাদের সকলের মাথায় ঢুকে গেছে যে হুজুরদের ভোট দিয়ে ভোট পচে নাই। আমাদের এই অবস্থা থেকে বের হতে মনের একটা পরিবর্তন আনতে হবে। আমরা ইসলামকে শুধু নামাজের জায়গায় মনে করি। কিন্তু আমাদের কখনো এই চিন্তা মাথায় আসে না, ইসলামের স্ট্যান্ডার্ড কত উন্নত।’
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু’ ভেঙে রাখা হলো ডাংগীর হাট সরকারি কলেজ
যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ‘জনগণ আপনার যদি সতর্ক হন তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ আর সামনে আসতে পারবে না। আমরা সকলেই যদি সতর্ক হই তাহলে আমাদের এক টাকাও আর বিদেশে পাচার হবে না। আর এই পাচারের সাথে যারা জড়িত তারা বাংলাদেশে রাজনীতি করার গ্রহণযোগ্যতা ও ভোটের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এ দেশের রাজনীতিতে বা মাটিতে তাদের দাঁড়াবার গ্রহণযোগ্যতা আর নেই।
সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশন শেষে জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে (আগের কমিটির সভাপতি) মো. আব্দুল হাইকে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি (আগের কমিটির সেক্রেটারি) মোহাম্মদ আব্দুল্লাহ এবং (আগের কমিটির সাংগঠনিক সম্পাদক) সৈয়দ সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক পদে নতুন কমিটি ঘোষণা করেন তিনি।
সম্মেলনের আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সেক্রেটারি পদে তিন জনের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। পরে তিনি তিনজনকেই নতুন পদ গ্রহণের দলীয় শপথবাক্য পাঠ করান।
আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন নব নির্বাচিত সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ। পরে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করিয়ে দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
আরও পড়ুন: জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে পঞ্চগড়ে শিবিরের গণমিছিল
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম হাছিবুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৩ সালের শুরুর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশে পঞ্চগড় জেলা শাখার ২০২৩-২০২৪ সেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।