একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৮, বরিশালেই ২৬১ জন

৩ সপ্তাহ আগে
দেশে পাল্লা দিয়ে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬১ জনই বরিশালের বাসিন্দা। তবে এসময় নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর দেয়া স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

আরও পড়ুন: করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশে পাল্লা দিয়ে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর।

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৮৮ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগেই ২৬১ জন, ঢাকা দক্ষিণে ১২, চট্টগ্রাম বিভাগে ১১, ময়মনসিংহে দুই জন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে একজন করে আক্রান্ত রোগী রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন