রোববার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।
মেজর হাফিজ বলেন, নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে।
এ সময় তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে, এরা দেশীয় ষড়যন্ত্রকারী।
ভারত আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবারো ক্ষমতায় ফেরানোর অপচেষ্টা চলছে।
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে। তিনি গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব সংগঠিত করবে বিএনপি।
আরও পড়ুন: খালেদা জিয়াকে সাজা দেয়া বিচারপতির পদত্যাগ
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে আজকে বিএনপির জন্মদিনে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক জেড এম জাহিদ হোসেন তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে দু-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে: সালাহউদ্দিন
খালেদা জিয়ার থেকে আপসহীনতার শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, নতুন প্রজন্মকে বিএনপি সম্পর্কে শিক্ষা নিতে হবে। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা বাংলাদেশের নাগরিক পরিচয় দিতে পারতাম না।
এ সময় বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে সংস্কার জনগণ বুঝে না সেই সংস্কারের প্রয়োজন নেই। নির্বাচনের আগ পর্যন্ত জনগণের মন আশঙ্কামুক্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
]]>