একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

৩ সপ্তাহ আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

 

শেখ সাদী বলেন, ‘নির্বাচন নিয়ে হাজারো অসঙ্গতি এবং বিভিন্ন ধরনের গাফিলতি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

 

একটি সংগঠনকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা শঙ্কিত। কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে। ঢিলেঢালা ও পক্ষপাতমূলক অবস্থান নেয়া হয়েছে।’

 

আরও পড়ুন: জাকসু: প্রথম ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

 

শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিবের বিরুদ্ধে একটি হলে গিয়ে শিক্ষার্থীদের ম্যানিপুলেটের চেষ্টার অভিযোগ তুলেছেন শেখ সাদী।

 

ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রভাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পড়বে না জানিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশবাদী।’

]]>
সম্পূর্ণ পড়ুন