ব্রিটেনে বামপন্থী রাজনৈতিক আন্দোলন, যা ‘ইয়োর পার্টি’ নামে পরিচিত, ফের নতুন করে অস্থিরতার মুখে পড়েছে। প্রাক্তন লেবার নেতা জেরেমি করবিন (৭৬) নির্বাচন কমিশনে দলটির একমাত্র আনুষ্ঠানিক নেতা হিসেবে নিবন্ধিত হওয়ার পর সহ-প্রতিষ্ঠাতা ও শরিক, কভেন্ট্রি সাউথের এমপি জারা সুলতানা কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন। গ্রীষ্মজুড়ে চলা প্রকাশ্য বাদানুবাদ ও অভ্যন্তরীণ কোন্দলের পরই এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন... বিস্তারিত