এর আগে আফগানিস্তানের ঘরোয়া লিগে একই দলের হয়ে খেলেছেন মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইসাখিল। ১৯ বছর বয়সী ইসাখিল একজন ডানহাতি ওপেনিং ব্যাটার। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেললেও জাতীয় দলে এখনও অভিষেক হয়নি তার।
আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ
বিপিএলের এই আসরে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলছেন মোহাম্মদ নবি। তার ছেলে ইসাখিলেরও একই দলের হয়ে বিপিএলে অভিষেক হলো আজ। অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন বাবা-ছেলে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার একই দলের হয়ে মাঠে বাবা-ছেলে।
এদিন ম্যাচ শুরুর আগে ছেলে ইসাখিলের মাথায় ক্যাপ পরিয়ে দেন বাবা নবি। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ছেলের প্রথম অর্ধশতকের সময় ড্রেসিংরুম থেকে হাততালি দিয়ে অভিনন্দনও জানান নবি।
আরও পড়ুন: শান্ত-ওয়াসিম ঝড়ে ১৭৮ রান করেও পাত্তা পেলো না রংপুর
রোববার (১১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। টানা ৬ হারের পর গত ম্যাচে প্রথম জয়ের দেখা পাওয়া নোয়াখালী এদিন শুরু থেকেই আক্রমণাত্মত ব্যাট করতে থাকে। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামেন হাসান ইসাখিল। বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হাঁকান দুর্দান্ত এক ফিফটি।
]]>
৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·