রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে এভ্রার সঙ্গে বছর তিনেক ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছিলেন রোনালদো। রিয়ালে এক দশকের ক্যারিয়ারে চার চ্যাম্পিয়ন্স লিগ, দুই লা লিগা ও তিনটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন সিআরসেভেন। রিয়ালের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতার পর নতুন চ্যালেঞ্জ নিতে ২০১৮ সালে নতুন ক্লাবের খোঁজে নামেন রোনালদো।
সে সময় একাধিক ক্লাবে যাওয়ার সুযোগ থাকলেও এভ্রার দাবি, পিএসজির প্রজেক্ট-ই নাকি বেশি পছন্দের ছিল পর্তুগিজ তারকার কাছে। যদিও শেষ পর্যন্ত জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে এভ্রা বলেন, ‘রোনালদো কি কখনো পিএসজিতে আসতে চেয়েছিলেন? হ্যাঁ, জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে প্যারিসের সঙ্গে চুক্তি হতে পারতো তার। সে পিএসজিতে আসতে চেয়েছিলেন। তার কাছে চেলসি, জুভেন্টাস, প্যারিস ও আর্সেনালে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু তিনি কখনো আর্সেনাল যাবেন না বলেছিলেন। তবে তার পিএসজির প্রজেক্টে আগ্রহ ছিল।’
আরও পড়ুন: নতুন চুক্তিতে দিনে কোটি টাকার উপর আয় হলান্ডের!
রোনালদো যদি ২০১৮ সালে পিএসজিতে যেতেন, তাহলে তিন বছর পরই তার সতীর্থ হতেন লিওনেল মেসি। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তিন বছর পিএসজি মাতিয়েছিলেন মেসি। সেখানে ৭৫ ম্যাচ খেলে ৩২ গোলের পাশাপাশি ৩৪ অ্যাসিস্ট করেছিলেন ৮ বারের ব্যালন ডি’র জয়ী।
৪৩ বছর বয়সি সাবেক ফরাসি লেফট-ব্যাক এভ্রার দাবি, পিএসজিতে গেলে মেসির তুলনায় ভালো করতেন রোনালদো। তিনি বলেন, ‘যদি মেসির পরিসংখ্যানের দিতে তাকান, তাহলে সে ভালো মৌসুম কাটিয়েছে। কিন্তু আমি মনে করি, সে ফ্রান্সকে ঘৃণা করেন। এক সাক্ষাৎকারে তিনি ফ্রান্স ছাড়ার কথা বলেছিলেন। আপনি সব কিছু দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে সমালোচনা করতে পারেন, কিন্তু সে মানিয়ে নিতো সেখানে, যেমনটা সৌদি আরবে করেছেন। তার একটু চেষ্টা করতে হতো। দেখেন, সে সৌদি আরবে সেটা করে যাচ্ছেন।’
তবে রোনালদো পিএসজিতে থাকলে মেসির সেখানে যোগ দেয়া হতো কি না সেটা নিয়ে সংশয় থেকেই যায়। কারণ স্প্যানিশ লিগে দুজন খেলতেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে। সে অর্থে তারাও হয়ে উঠেছিলেন এক জন-অন্য জনের চিরপ্রতিদ্বন্দ্বী। রিয়াল ছাড়ার পর জুভেন্টাসে যোগ দিয়ে রোনালদো দুটি সিরি’আ শিরোপা আর একটি ইতালিয়ান কাপ জেতেন। এরপর ফের ম্যানইউতে ফিরে যান। সেখানে এক মৌসুম খেলার পর তিনি যোগ দেন সৌদি আরবের লিগে। যেখানে ২০২৩ সাল থেকে তিনি আল নাসরের হয়ে খেলছেন।
আরও পড়ুন: মেক্সিকান সমর্থকদের দুয়োর জবাব যেভাবে দিলেন মেসি (ভিডিও দেখুন)
অন্যদিকে ২০২৩ সালে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। আপাতত দুই মহাতারকা বিশ্বের দুই প্রান্তে আছেন। তাদের ক্যারিয়ারও একেবারে সায়াহ্নে। যেকোনো সময় আসতে পারে অবসরের ঘোষণা। ফলে একই দলে দুজনকে দেখতে পারার স্বপ্নটা ফুটবল বিশ্বের কাছে হয়তো স্বপ্ন হয়েই থাকবে।