সময়ের অন্যতম জনপ্রিয় রক কণ্ঠশিল্পী পলাশ নূর। ১৭ জুলাই ঘটা করে প্রকাশ হলো তার নতুন গানচিত্র ‘খুঁজি তোমায়’।
তারচেয়ে বড় খবর, গানটির সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু নতুনত্ব। গানটিতে পলাশের সঙ্গে গায়কী ও গিটারবাদন নিয়ে যুক্ত হয়েছেন মাইলস প্রধান হামিন আহমেদ। সঙ্গে ড্রামস বাজিয়েছেন একই দলের সৈয়দ জিয়াউর রহমান তুর্য।
এখানেই শেষ নয়, গানটির মাধ্যমে ঘটেছে নানামাত্রিক মেলবন্ধন। এর ভিডিও বানিয়েছেন নামী নির্মাতা... বিস্তারিত