মার্নাস লাবুশেন ও উসমান খাজার উদ্বোধনী জুটি নতুন বলের ধার কমিয়ে দাঁড়িয়েই যাচ্ছিল। স্কোর বোর্ডে ১২ রান উঠলেও দুজনে খেলে ফেলেছিলেন ৪০ বল। এরপরই প্রোটিয়াদের ত্রাতা হিসেবে আবির্ভুত হন রাবাদা, প্রথম স্লিপে আদায় করে নেন উদ্বোধনী উইকেট। ২০ বল খেলেও রানের খাতা খুলতে না পারা খাজা ক্যাচ দেন ডেভিড বেডিংহ্যামকে।
দ্বিতীয় উইকেটের জন্য রাবাদাকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ওই ওভারেই তুলে নেন ক্যামেরন গ্রিনকে। গ্রিন ক্যাচ দেন স্লিপে দাঁড়ানো এইডেন মারক্রামকে।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাই হলে শিরোপা কারা জিতবে
এরপর অস্ট্রেলিয়ার সেরা দুই টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ খুঁটি গাড়ছিলেন। পরের ৬ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন তারা। এবার অজিদের দুষমন হিসেবে দেখা দেন মার্কো ইয়ানসেন। লাবুশেনকে উইকেটরক্ষক কাইলে ভেরাইনের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ইয়ানসেন পরে নেন ট্রাভিস হেডের উইকেটও। আউট হয়ে যাওয়াদের মধ্যে সর্বোচ্চ ১৭ রান করেছিলেন লাবুশেন। দুই অঙ্ক ছোঁয়া হেড করেন ১১। তিনি আউট হওয়ার পরই দুদল লাঞ্চ বিরতিতে যায়।
৪ উইকেটে অস্ট্রেলিয়ার নামের পাশে রান এখন ৬৭। স্টিভ স্মিথ ২৬ রান নিয়ে অপরাজিত। তাকে সঙ্গ দিতে নেমেছেন বো ওয়েবস্টার।