ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ডু প্লেসির সেঞ্চুরির সুবাদে নিউইয়র্ককে ৩৯ রানে হারিয়ে আসরের প্লে-অফ পর্বে জায়গা করে নিয়েছে টেক্সাস। সেঞ্চুরি করার পথে ৫ চারের পাশাপাশি ৯টি ছক্কা হাঁকিয়েছেন ডু প্লেসি। ১০৩ রান করতে বল খেলেছেন ৫৩টি।
এই ইনিংসের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৪০ বছর পেরিয়ে একাধিক সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের বয়স এখন ৪০ বছর ৩৫২ দিন।
আরও পড়ুন: কোচ না হয়েও ইংল্যান্ড থেকে রংপুরকে সামলাবেন আর্থার
বয়স ৪০ হওয়ার পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে মাত্র পাঁচজন ব্যাটসম্যানের। ডু প্লেসি ছাড়া অন্য চারজন ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক পল কলিংউড, তার স্বদেশি গ্রায়েম হিক, আফগানিস্তানের ইমরান জানাত ও পাকিস্তানের জুবাইর আহমেদ। ৪০ পেরিয়ে এই চারজন একটি করে সেঞ্চুরি করেছেন।
আগের সেঞ্চুরিটাও তিনি করেছিলেন এমএলসিতেই। গত ২০ জুন একই ভেন্যুতে সান ফ্রান্সিতকো ইউনিকর্নসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ডু প্লেসি। তখন তার বয়স ছিলো ৪০ বছর ৩৪৩ দিন।
ডু প্লেসি এর আগের সেঞ্চুরিও করেছেন এমএলসিতে। তবে সেটি গত বছর ৮ জুলাই মরিসভিলে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে, ৪০তম জন্মদিনের মাত্র ৪ দিন আগে।
আরও পড়ুন: আজহার মাহমুদকে টেস্ট দলের দায়িত্ব দিল পাকিস্তান
অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ডু প্লেসি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজ অষ্টমবারের মতো সেঞ্চুরি করলেন তিনি। এর মধ্য দিয়ে ভেঙেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার ও পাকিস্তানের বাবর আজমের রেকর্ড। ক্লিঙ্গার ও বাবর দুজনেরই টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সাতটি করে সেঞ্চুরি আছে।
মজার ব্যাপার হলো, ডু প্লেসি স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরিই করেছেন আটটি, যার মানে সব কটি সেঞ্চুরিই করেছেন দলকে নেতৃত্ব দিতে নেমে। একটি ২০২২ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।
ডু প্লেসি এখন এককভাবে এমএলসি ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। যুক্তরাষ্ট্রের এই লিগে আজকের সেঞ্চুরিটা তার তৃতীয়। দুটি করে সেঞ্চুরি আছে এমআই নিউইয়র্ক অধিনায়ক নিকোলাস পুরান ও সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ওপেনার ফিন অ্যালেনের। ২০২৩ সালের প্রথম আসরেে প্রথম সেঞ্চুরিটা করেছিলেন পরান। সেই সময় এমএলসির টি-টোয়েন্টি ক্রিকেটের স্বীকৃতি ছিল না।
]]>