এক বছর পিছিয়ে গেলো ভারতের বাংলাদেশ সফর

৩ সপ্তাহ আগে
গুঞ্জনই সত্যি হলো। তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০ খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। টিম ইন্ডিয়া এ বছর আর টাইগারদের দেশে আসছে না। দুই বোর্ডের পারস্পরিক সম্মতিতে সফর পিছিয়ে গেছে।

ভারতের বাংলাদেশ সফর পিছিয়েছে প্রায় এক বছর। ২০২৬ সালের সেপ্টেম্বরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির ওই সিরিজটি অনুষ্ঠিত হবে। শনিবার (৫ জুলাই) বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছিল, রাজনৈতিক কারণে এই মুহূর্তে ভারত জাতীয় দলকে বাংলাদেশ সফরে পাঠাতে চায় না দেশটির সরকার। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে ভারতীয় দল বাংলাদেশ সফরে এলে সেটা ইতিবাচক কোনো বার্তা দেবে না বলে মনে করে নয়াদিল্লি।


আরও পড়ুন: বাংলাদেশের রেকর্ড ভেঙে দিলো ইংল্যান্ড

 

যদিও বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিকে বিবেচনায় নিয়ে সফর পিছিয়েছে।


গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবতর্নের পর লাল সবুজের প্রতিনিধিরা ভারত সফর করেছিল। ওই সফরে হয়েছিল ২টি টেস্ট ও ৩টি টি-২০। তখন ভারতের কিছু উগ্র সংগঠন সিরিজ বাতিলের দাবি তুলেছিল। হ্যাশট্যাগ ‘বয়কটবাংলাদেশক্রিকেট’ ট্রেন্ড উঠেছিল দেশটির সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভারতের সরকার সিরিজ বাতিল করেনি।

]]>
সম্পূর্ণ পড়ুন