এক নেতাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি, তাহলে দেশ চালাবে কীভাবে: নুর

৩ সপ্তাহ আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তুলে দলটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, ‘একজন নেতাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বিএনপি দেশ কীভাবে চালাবে?’

শুক্রবার (১৩ জুন) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ ডাকবাংলোয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা গলাচিপায় অবরুদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদ এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে গণমাধ্যমকে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

নুরুল হক বলেন, ‘আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছি। কোনো রাজনৈতিক দলের নেতার পদলেহন করিনি। বরং নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেছি। ছাত্রজীবন থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছি। অথচ এখন বিএনপির এক নেতার অনুসারীদের হাতে নিজ এলাকায় লাঞ্ছিত হতে হচ্ছে।’

 

তিনি অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত গলাচিপা ও পাশের দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আমাকে এবং আমার নেতা–কর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়। বরিশাল ও পটুয়াখালী থেকে ভাড়ায় আনা সন্ত্রাসীরা চাপাতি, রামদা, হকিস্টিক ও ইটভর্তি বস্তা নিয়ে পথে পথে মহড়া দেয়। সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।’

 

আরও পড়ুন: গলাচিপায় অবরুদ্ধ নুর, উদ্ধারে সেনাবাহিনী

 

এসব হামলার দায় উল্টো তার এবং তার অনুসারীদের ওপর চাপানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন নুরুল হক। তিনি বলেন, ‘বলা হচ্ছে, আমার লোকজন চরবিশ্বাসে বিএনপির অফিসে হামলা চালিয়েছে। এখন এমন কেউ আছে যে বিএনপির অফিসে হামলার সাহস রাখে? এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র।’

 

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরে হাসান মামুন কোনো রাজনৈতিক মামলার মুখোমুখি হননি। অথচ আমি ও আমার পরিবার বারবার হয়রানির শিকার হয়েছি। এই হাসান মামুন যদি বিএনপির নিয়ন্ত্রণের বাইরে চলে যান, তবে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।’

 

অন্যদিকে, এই বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা হাসান মামুন বলেন, ‘নুরুল হক এলাকা উত্তপ্ত করতে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। সম্প্রতি তিনি একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করেছেন। এরপর তার অনুসারীরা চরবিশ্বাস বাজারে আমাদের নেতা–কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’

 

হাসান মামুন দাবি করেন, এসব ঘটনার জন্য নুরুল হকের বক্তব্য ও রাজনৈতিক কৌশল দায়ী। তিনি বলেন, ‘লোকজন ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পারে।’

]]>
সম্পূর্ণ পড়ুন