এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়-এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে, সেটিই প্রত্যাশা শিক্ষার্থীদের। ভোট দেয়ার সুযোগ আসায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ।
কেন্দ্রীয় সংসদের ২১টি এবং হল সংসদের ১৫টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪০টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণে জাকসুর জন্য ৩ পাতা এবং দুটি হলের জন্য ২ পাতা এছাড়া বাকি হলগুলোর জন্য ১ পাতার ব্যালট ছাপানো হয়েছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। এরমধ্যে ১১টি ছাত্র হলে ভোটার সংখ্যা ৬ হাজার ১৮ জন। আর ১০টি ছাত্রী হলে ভোটার সংখ্যা ৫ হাজার ৭২৯ জন।
কোন ছাত্র হলে কত ভোটার?
আল বেরুনী হল: অনার্স -১৪৮ জন, মাস্টার্স-৬২ জন, সর্বমোট: ২১০ জন
আফম কামাল উদ্দিন হল: অনার্স-২৪০, মাস্টার্স-৯৩ জন, সর্বমোট:৩৩৩ জন
মীর মোশারফ হোসেন হল: অনার্স-৩৪৬,মাস্টার্স-১১৮ জন, সর্বমোট:৪৬৪ জন
শহীদ সালাম বরকত হল: অনার্স-২৩৩, মাস্টার্স-৬৫ জন, সর্বমোট: ২৯৭ জন
মওলানা ভাসানী-অনার্স হল: ৪৫০, মাস্টার্স-৬৪জন, সর্বমোট: ৫১৪ জন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: অনার্স-২৬৭, মাস্টার্স-৮৩ জন, সর্বমোট: ৩৫০ জন
১০ নম্বর ছাত্র হল-অনার্স হল: ৩৯৪, মাস্টার্স-১২৮জন, সর্বমোট: ৫২৬ জন
শহীদ রফিক জব্বার হল: অনার্স-৫০৬, মাস্টার্স-১৪৪জন, সর্বমোট: ৬৫০ জন
২১ নম্বর ছাত্র হল-অনার্স হল: ৫৪২, মাস্টার্স-১৯৩জন, সর্বমোট: ৭৩৫ জন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: অনার্স-৯৮১, মাস্টার্স-১১জন, সর্বমোট: ৯৯২ জন
শহীদ তাজউদ্দীন আহমদ হল: অনার্স-৮৪৯, মাস্টার্স-৯৮জন, সর্বমোট: ৯৪৭ জন
কোন ছাত্রী হলে কত ভোটার?
জাহানারা ইমাম হল: অনার্স-২৪৬, মাস্টার্স-১২১জন, সর্বমোট: ৩৬৭ জন
নওয়াব ফয়জুন্নেসা হল: অনার্স-২১০, মাস্টার্স-৬৯জন, সর্বমোট: ২৭৯ জন
প্রীতিলতা হল: অনার্স-২৯২, মাস্টার্স-১০৪জন, সর্বমোট: ৩৯৬ জন
বেগম খালেদা জিয়া হল: অনার্স-২৯৫, মাস্টার্স-১০৮জন, সর্বমোট: ৪০৩
বেগম সুফিয়া কামাল হল: অনার্স-৩৫১, মাস্টার্স-১০৫ জন, সর্বমোট: ৪৫৬ জন
১৩ নম্বর ছাত্রীহল: অনার্স-২৯১, মাস্টার্স-২২৮জন, সর্বমোট: ৫১৯ জন
১৫ নম্বর ছাত্রীহল: অনার্স-৪৮৮, মাস্টার্স-৮৩জন, সর্বমোট: ৫৭১ জন
রোকেয়া হল: অনার্স-৯১৮, মাস্টার্স-৩৮জন, সর্বমোট: ৯৫৬ জন
ফজিলাতুন্নেছা হল: অনার্স-৬৪০, মাস্টার্স-১৫৮জন, সর্বমোট: ৭৯৯ জন
বীরপ্রতীক তারামন বিবি হল: অনার্স-৯৭৬, মাস্টার্স-৭ জন, সর্বমোট: ৯৮৩ জন
এবারের নির্বাচনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জন্য ১৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ প্রার্থী ১৩২ জন ও নারী প্রার্থী ৪৬ জন। পদের সংখ্যা ২৫টি। প্রার্থী তালিকায় রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাগছাসসহ স্বতন্ত্র প্যানেল।
আরও পড়ুন: ৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা
কোন পদে কত প্রার্থী
সহ-সভাপতি (ভিপি): ৯ জন
সাধারণ সম্পাদক (জিএস): ৯জন
সহ-সাধারণ সম্পাদক পুরুষ (এজিএস): ১০ জন
সহ-সাধারণ সম্পাদক নারী (এজিএস): ৬ জন
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ৯ জন
পরিবেশ ও প্রকৃত সংরক্ষণ বিষয়ক সম্পাদক: ৬ জন
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: ৮ জন
সাংস্কৃতিক সম্পাদক: ৮ জন
সহ-সাংস্কৃতিক সম্পাদক: ৮জন
নাট্য সম্পাদক: ৫ জন
ক্রীড়া সম্পাদক: ৩ জন
সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ৬ জন
সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): ৬ জন
তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: ৭ জন
সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক: ৮ জন
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী): ৭ জন
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ): ৭ জন
স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক: ৭ জন
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: ৭ জন
কার্যকরী সদস্য (নারী): ১৬ জন
কার্যকরী সদস্য (পুরুষ): ২৬ জন
উল্লেখ্য, ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠিত হয়। ওই বছরই জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম নির্বাচনের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন গোলাম মোর্শেদ এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন জাসদ ছাত্রলীগ নেতা শাহ বোরহানউদ্দিন রোকন।
এরপর ১৯৭৩, ১৯৭৪, ১৯৮০, ১৯৮১, ১৯৮৯, ১৯৯০, ১৯৯১ ও ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯২ সালের সর্বশেষ নির্বাচনে ছাত্রদল একচেটিয়াভাবে জয়লাভ করেছিল। তারা জাকসু ও হল সংসদের ১০৭টি পদের মধ্যে ১০৫টি পেয়েছিল।
]]>