শুক্রবার (২০ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৬ দশমিক ৬৬ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
নতুন করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। আর নতুন করে কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনে অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: দেশে ব্যাপকভাবে করোনা সংক্রমণের শঙ্কা, কী পদক্ষেপ নেয়া হচ্ছে?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৯৩ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।