এক ক্যাচ মিসে ভোগান্তির শেষ নেই স্মিথ ও অস্ট্রেলিয়ার

৩ সপ্তাহ আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে লড়ছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। লর্ডসে আজ (১৩ জুন) চলছে তৃতীয় দিনের খেলা। অস্ট্রেলিয়ার দেয়া ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে প্রোটিয়ারা।

তবে স্কোরবোর্ডের এই চিত্র অনেকটা ভিন্ন হতে পারতো। সেটা হয়নি স্টিভ স্মিথের একটি রেগুলেশন ক্যাচ মিসের কারণে। দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ যখন ৭৬ রান, তখন স্টার্কের বলে স্লিপে সহজ একটি ক্যাচ মিস করেন স্মিথ। তবে এই ক্যাচ মিস করে ইনজুরিতেও পড়েছেন তারকা অজি ব্যাটার।   

 

স্টার্কের করা দুর্দান্ত ইনসুইং বলটা বাভুমার ব্যাট ছুঁয়ে স্লিপে ক্যাচ ওঠে স্মিথের কাছে। তবে স্টার্কের দ্রুতগতির বলে ক্যাচ নিতে গিয়ে ঠিকঠাকমতো জাজ করতে ব্যর্থ হন স্মিথ। বল হাতে তো আসেইনি, উল্টো আঙুলে লেগে বাজেভাবে আঘাত পেয়েছেন স্মিথ। এই ঘটনার সময় মাত্র ২ রান করেছিলেন বাভুমা। এখন তিনি অপরাজিত আছেন ৪৮ রানে।   

 

তবে স্মিথের ক্যাচ মিসে যে শুধু ম্যাচেই পিছিয়েছে অস্ট্রেলিয়া এমন নয়। আঙুলে চোট পাওয়ার পর স্মিথকে তাৎক্ষণিকভাবে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে পরীক্ষার পর ধারণা করা হচ্ছে, আঙুলের বড় কোনো চোটেই পড়েছেন স্মিথ। তবে স্মিথকে এক্সরে করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে তার ইনজুরি সম্পর্কে।

 

আরও পড়ুন: বাংলাদেশ সফরে থাকছেন না বাবর, রিজওয়ান ও শাহিন


 

ইনজুরি গুরুতর হলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে যেতে পারেন স্মিথ। সেক্ষেত্রে বড় ধরনের চাপে পড়তে পারে অজিরা। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের  ফাইনাল ম্যাচে ব্যাট হাতে নড়বড়ে ছিল অস্ট্রেলিয়ার টপ অর্ডার। প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে কিছুটা লড়াই করেছেন স্মিথ। এবার তাকে হারালে খানিকটা অস্থিতিশীলতা দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে। স্মিথ ছিটকে গেলে পরবর্তী সিরিজে তার জায়গায় আসতে পারেন তরুণ স্যাম কন্টাস।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন