এক ওভারের জন্য নাভিন উল হক করলেন ১৩ বল

৩ সপ্তাহ আগে
১৩! চোখ কপালে উঠার মতো কাণ্ড! ৭টি কিংবা ৮টি নয়, এক ওভার সম্পূর্ণ করতে নাভিন উল হককে করতে হলো ১৩ বল।

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে রোডেশীয়দের ১৪৫ রানের টার্গেট দিয়েছে রশিদ খান বাহিনী। জিম্বাবুয়ের ইনিংসে অবিশ্বাস্য ওই কাণ্ড ঘটে।


স্ট্রাইকে ছিলেন ব্রায়ান বেনেট, ননস্ট্রাইকে সিকান্দার রাজা। প্রথম বলটি ওয়াইড করেন নাভিন, পরের বলে এক রান নেন বেনেট। নাভিন তৃতীয় বার হাত ঘোরানোর সময় চার মারেন রাজা, ওই বলটি নো ডাকেন আম্পায়ার। এরপর টানা ৪টি ওয়াইড করেন নাভিন। ফ্রি হিট শেষ হয় ৭ বার হাত ঘোরানোর পর। ওই বলে রাজা আবার চার হাঁকান।


নাভিনের বৈধ তৃতীয় ডেলিভারিতে রাজা গুরবাজের হাতে জমা পড়েন। পরের দুই বলে যথাক্রমে রায়ান বার্ল ও বেনেট সিঙ্গেল নেন। এরপর আবার ওয়াইড। শেষ বলে এক রান নেন বার্ল। সব মিলিয়ে ১৯ রান দেন আফগান পেসার, শেষ হয় তার ভুলে যাওয়ার মতো এক ওভার।


আরও পড়ুন: তামিম ইকবালের চট্টগ্রামকে পাত্তাই দিলো না রংপুর


নাভিনের ভুলের খেসারত দিয়ে ৪ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজ শুরু করল আফগানিস্তান। যদিও রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ বল পর্যন্ত খেলতে হয় জিম্বাবুয়েকে। সর্বোচ্চ ৪৯ রান করেন বেনেট। ডিওন মেয়ার্সের ব্যাট থেকে আসে ৩২। বাকিদের মধ্যে দশের ঘর স্পর্শ করেন তাশিঙ্গা মুসেকিয়া (১৬) ও বার্ল (১০)।


এর আগে করিম জানাতের ৫৪ ও মোহাম্মদ নবির ৪৪ রানে ভর করে ৬ উইকেটে ১৪৪ রান করে আফগানিস্তান।

]]>
সম্পূর্ণ পড়ুন