সোমবার (২০ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসকে ২-১ গোলে হারিয়েছে কিংস। চলতি লিগে এটিই তাদের প্রথম জয়। এর আগে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে এবারের মৌসুম শুরু করেছিল বসুন্ধরা কিংস।
আগামী শনিবার (২৫ অক্টোবর) আল-সাইবের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু করবে বসুন্ধরা কিংস। ‘বি’ গ্রুপে ২৮ অক্টোবর আল-আনসার ও ৩১ অক্টোবর আল-কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশের এই ক্লাবটি।
ফর্টিসের বিপক্ষে কিক অফের পর প্রথম মিনিটের আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় কিংস। মাঝমাঠ থেকে বক্সে লম্বা ক্রস বাড়িয়েছিলেন রাফায়েল আগুস্তো। বক্সে ফাঁকায় থাকা ডোরিয়েলটন গোমেজ নাসিমেন্তো নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন। শ্রীলঙ্কান গোলকিপার সুজান পেরেইরা কিছুই বুঝে উঠতে পারেননি।
আরও পড়ুন: গত মৌসুমে বার্সেলোনার লোকসান ২৪২ কোটি টাকা
২০তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দূরপাল্লার শট বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। তার ৯ মিনিট পর রাকিব হোসেনকে তুলে মজিবুর রহমান জনিকে মাঠে নামান বসুন্ধরা কিংসের কোচ। পরে জানা যায়, কিছুটা অস্বস্তি বোধ করছিলেন রাকিব।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে ফর্টিসের রক্ষণে চাপ সৃষ্টি করে খেলতে থাকে কিংস। ৫২তম মিনিটে রাফায়েলের পাস ধরে বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ক্রস বাড়ান ফাহিম। গোলমুখ থেকে ডোরিয়েলটনের শট আটকে দেন গোলরক্ষক সুজান।
৬০তম মিনিটে অবশ্য ফাহিমের শট অবশ্য আটকাতে পারেননি সুজান। জনির পাসে ডোরিয়েলটন টোকায় বল চলে যায় পেছনে থাকা ফাহিমের কাছে। ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফাহিম।
আরও পড়ুন: কোনো ইংলিশ ক্লাবকে কোচিং করাবেন না ক্লপ, তবে...
ম্যাচের ৭১তম মিনিটে ইমানুয়েল সানডে ও কিউবা মিচেলকে মাঠে নামান কিংস কোচ মারিও গোমেজ। এ ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবল লিগে অভিষেক হলো ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের। অবশ্য কিংসের জার্সিতে এএফসি চ্যালেঞ্জ লিগেই অভিষেক হয়েছিল তার।
ঘরের মাঠে লিগ অভিষেকে মিচেল গোল পেতে পারতেন শুরুতেই। ৭৯তম মিনিটে ডোরিয়েলটনের বাড়ানো বলে বক্সের একটু সামনে থেকে সরাসরি শট নেন তিনি, তবে তার শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন সুজান।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করেন ফর্টিসের অনিকাচি ওকাফোর। কিন্তু বাকি সময়ে সমতাসূচক গোলের দেখা পায়নি ফর্টিস।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। ২২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আকোবির তুরায়েভ। এ ম্যাচে আরামবাগের টিম ম্যানেজার মজিবুর রহমানকে দেখতে হয়েছে লাল কার্ড।
]]>
২ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·