এইচপির দলে সালাউদ্দিনের ছেলেসহ আরও যারা আছেন

৩ সপ্তাহ আগে
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প, যা চলবে আগস্টের মাঝামাঝি পর্যন্ত। এই ক্যাম্পের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

এইচপির ২৮ সদস্যর এই দলে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ। ২০২৪ সালে ডিপিএলে অভিষেক হওয়া এই ক্রিকেটার চলতি বছর নজর কেড়েছেন। চায়নাম্যান বোলিংয়ে এ বছর ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।


বিসিবি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। আজ প্রত্যেক ক্রিকেটারকে রিপোর্ট করতে বলা হয়েছে। শুক্রবার থেকে তিনদিন ক্রিকেটারদের স্ক্রিনিং পরীক্ষা, ১৬ জুন তারা চলে যাবেন চট্টগ্রামে। প্রথম ধাপে ১৭ জুন থেকে ১৪ জুলাই চট্টগ্রামে ক্যাম্প অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম থেকে ১৫ জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে।


আরও পড়ুন: নতুন সভাপতির অধীনে মুশফিকের প্রত্যাশা দেশের ক্রিকেটের উন্নতি


রাজশাহীতে ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে। এইচপির এই ক্যাম্পে কেবল স্কিল ট্রেনিংই হবে না। এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে।


এইচপির স্কোয়াড

মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, আরিফুল ইসলাম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা, প্রীতম কুমার, আহরার আমিন, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আশরাফুল হাসান, ওয়াসি সিদ্দিকি, তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, নাঈম আহমেদ, নুহায়েল সানদিদ, স্বাধীন ইসলাম, নাঈম হোসেন সাকিব, রিপন মণ্ডল, মারুফ মৃধা, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুল গাফফার।

]]>
সম্পূর্ণ পড়ুন