আগামী ২৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের ৫ তলায় অবস্থিত সনদ শাখা থেকে এই মূল সনদপত্র সংগ্রহ করা যাবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ জানুয়ারি ঢাকা মহানগর; ২৬ জানুয়ারি টাঙ্গাইল ও মুন্সীগঞ্জ; ২৭ জানুয়ারি নরসিংদী ও ফরিদপুর; ২৮ জানুয়ারি মানিকগঞ্জ ও ঢাকা জেলা; ২৯ জানুয়ারি কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ; ১ ফেব্রুয়ারি মাদারীপুর ও গোপালগঞ্জ; ২ ফেব্রুয়ারি রাজবাড়ী ও শরীয়তপুর এবং সবশেষ ৩ ফেব্রুয়ারি গাজীপুর জেলার সনদপত্র বিতরণ করা হবে।
আরও পড়ুন: ২০২৬ সালের এইচএসসির ফরম পূরণের তারিখ পরিবর্তন
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র এবং তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ পাঠিয়ে এই সনদপত্র সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে বিভাগওয়ারি কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার সঠিক বিবরণ সঙ্গে আনতে হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষের ক্ষেত্রে–প্রতিনিধি প্রেরিত হোক বা তিনি নিজে আসুক–উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল আবেদনের ওপর কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
আবেদনপত্রটি অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে হতে হবে এবং তাতে কেন্দ্র কোড ও স্কুল বা কলেজ কোড স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। অন্যথায় কোনো অবস্থাতেই মূল সনদপত্র প্রদান করা হবে না।
বিতরণের নির্ধারিত তারিখ থেকে ৭ কর্মদিবসের মধ্যে সনদপত্র সংগ্রহ না করলে পরবর্তী সময়ে যে কোনো জটিলতার জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলে বোর্ড কর্তৃপক্ষ সতর্ক করেছে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·