রোববার (২৯ জুন) বিকেলে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা ও সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী বন্দর হোসানিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে রোববার উপজেলার চারটি কলেজের কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনে যান। ওই সময় অসদুপায় অবলম্বনের দায়ে আমতলী সরকারি কলেজের কারিগরি শাখার চারজন ও চাওড়া টেকনিক্যাল কলেজের কারিগরি শাখার এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২২ হাজার ৩৯১ পরীক্ষার্থী, বহিষ্কার ৪১
অপরদিকে ওইদিন সকালে আমতলী সরকারি কলেজের মাদরাসা কেন্দ্রের আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার একজন, ন.ম আমজাদিয়া সিনিয়র মাদরাসার একজন, তালতলী ছোটভাইজোড়া সিনিয়র মাদরাসার একজন ও পশ্চিম চিলা ফাজিল মাদরাসার একজন করে মোট চারজন আলীম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খাঁন।
]]>