অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।
এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে।
জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা।
ড. মুহাম্মদ ফাওজুল কবির
উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
ভয়েস অফ আমেরিকাঃ অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের নিরাপত্তা বেড়েছে বলে ভয়েস অফ আমেরিকার জরিপে মত দিয়েছেন বাংলাদেশের ৬৪.১ শতাংশ মানুষ, এমনকি সংখ্যালঘুদের প্রায় ৬৬ শতাংশ মনে করেছেন আগের সরকারের চেয়ে তারা এখন হয় বেশি নিরাপত্তা পাচ্ছেন অথবা একই রকম নিরাপত্তা পাচ্ছেন, জরিপের এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন?
মুহাম্মদ ফাওজুল কবির খানঃ আমি এই জরিপকে স্বাগত জানাই। মনে করি এই জরিপের ফলাফল বাংলাদেশের বাস্তবতার প্রতিচ্ছবি। বাংলাদেশের সংখ্যালঘুরা যে নিরাপদ তা ফুটে উঠেছে। এই সরকার সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের দৃষ্টি এখানে সবাই বাংলাদেশের নাগরিক, কেউ সংখ্যালঘু নয়।
সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে ভারত রাজনীতি করছে। আসলে আওয়ামী লীগের ক্ষমতা থেকে চলে যাওয়া এবং পরিবর্তিত পরিস্থিতিকে মেনে নিতে পারছে না ভারত সরকার। যার সঙ্গে সংখ্যালঘুদের মিথ্যা নির্যাতনের অভিযোগ তুলে তাদের বক্তব্য ও বিবৃতির বিষয়টি সম্পর্কিত বলে আমি মনে করি। তবে, আমার আশা ভারত বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি অনুধাবন করবো।
(এই সাক্ষাৎকার নিয়েছেন আদিত্য রিমন।)