অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।
এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে।
জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা।
ড. আ ফ ম খালিদ হোসেন
উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়
ভয়েস অফ আমেরিকা: অন্তর্বতী সরকারের অধীনে সংখ্যালঘুদের নিরাপত্তা বেড়েছে বলে ভয়েস অফ আমেরিকার জরিপে মত দিয়েছেন বাংলাদেশের ৬৪.১ শতাংশ মানুষ। এমনকি সংখ্যালঘুদের প্রায় ৬৬ শতাংশ মনে করেছেন আগের সরকারের চেয়ে তারা এখন হয় বেশি নিরাপত্তা পাচ্ছেন অথবা একই রকম নিরাপত্তা পাচ্ছেন, জরিপের এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন?
ড. আ ফ ম খালিদ হোসেন: ভয়েস অফ আমেরিকার জরিপে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সংখ্যালঘুদের যে মন্তব্য সেটা আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। একটি বিপ্লবের পরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। বিশেষ করে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মূল ভূমিকা যারা পালন করে থাকে সেই পুলিশ বাহিনীর প্রতি প্রকট জনরোষ ছিলো। বিভিন্নভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার নানাবিধ চক্রান্ত ছিলো, এটা এখনো চলমান। বিভিন্ন মহল বিভিন্ন দাবি-দাওয়ার আদায়ের আন্দোলনের আড়ালেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনোর চেষ্টা চালিয়েছে। এধরনের নানারকম প্রতিকূলতার মাঝে সরকার সহিষ্ণুতা, দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই প্রতিবিম্ব ভয়েস অফ আমেরিকার জরিপে উঠে এসেছে। এটা সরকারের জন্য নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। তদুপরি এই জরিপে বিশ্ব পরিমন্ডলেও বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি ফুটে উঠেছে বলে আমি মনে করি।
(এই সাক্ষাৎকার নিয়েছেন হাসিবুল হাসান।)