এই অন্তহীন রাত আগের দিনের চেয়ে অন্ধকার

৪ সপ্তাহ আগে
দুই দিনেই মারা গেছেন নারী, শিশুসহ প্রায় এক হাজার ফিলিস্তিনি। কাঁদছে মানুষ, মানবতাও। এখানে পত্রস্থ কবিতাগুলোয় ফুটে উঠেছে তারই নির্মম ছবি। গাজা উপত্যকায় জন্ম নেওয়া তরুণ কবিদের পঙ্​ক্তিতে উঠে এসেছে বারুদ, রক্ত আর অশ্রু।
সম্পূর্ণ পড়ুন