এ সরকার অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ: মেজর হাফিজ

৪ সপ্তাহ আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এই সরকার অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। সরকারের অনেকেই বিগত শেখ হাসিনা সরকারের সহযোগী এবং তারা সরকার পরিচালনায় অদক্ষ। তাই সংস্কার নামে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে অর্ধেক সংস্কার হয়ে গেছে। মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া আর কারও নেই। নির্বাচিত সরকার অবশ্যই এসব সংস্কার করবে। তাই এই বছরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি।


নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করে জেলা বিএনপি।


দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থল শহীদ হাদিস পার্কে আসতে শুরু করে নেতাকর্মীরা। কানায় কনায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।


আরও পড়ুন: সরকার কাজের অগ্রাধিকারে ভুল করছে: মেজর হাফিজ


সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম ও খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

]]>
সম্পূর্ণ পড়ুন