'এ' দলে জায়গা পেলেন জিশান, সোহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা

১ দিন আগে
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেটের আমন্ত্রণে চলতি মাসে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 'এ' দল। সোমবার (৪ আগস্ট) সেই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে 'এ' দলের সর্বশেষ সিরিজে অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। গুঞ্জন ছিল এই সিরিজেও তার হাতে উঠবে নেতৃত্বভার। সেটাই শেষমেশ সত্যি প্রমাণিত হলো। অধিনায়ক সোহানের জন্য এই সিরিজ নিজেকে প্রমাণ করার মঞ্চও। ঘরোয়া সার্কিটে দীর্ঘদিন পারফর্ম করেও দলে সুযোগ না পাওয়া এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য এশিয়া কাপে জায়গা করে নেয়ার বড় সুযোগ এটা।


একসময় নিয়মিত জাতীয় দলে খেলা আফিফ হোসেন এবং ইয়াসির আলীর জন্যও এই টুর্নামেন্ট হতে পারে ফেরার মঞ্চ। অভিজ্ঞ হাসান মাহমুদ, নাঈম হাসান এবং নাঈম শেখকেও রাখা হয়েছে ১৫ সদস্যের দলে।


ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্ম করা সাইফ হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল এবং মাহিদুল অঙ্কন আছেন স্কোয়াডে। আর তরুণদের মধ্যে জায়গা পেয়েছেন জিশান আলম, মুশফিক হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি।


আগামী ১৪ আগস্ট ১০ দল নিয়ে শুরু হবে টপ এন্ড সিরিজ। বাংলাদেশ ছাড়াও সেখানে খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্স। যদিও সবার সঙ্গে সবার খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদ্রশ। গ্রুপ পর্বে প্রতিটি দলই ৬টি করে ম্যাচ খেলবে।  


আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুলতে পারে এশিয়া কাপের দরজা 


উদ্বোধনী দিনে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ১৬ আগষ্ট বাংলাদেশের খেলা নেপালের বিপক্ষে। পরদিন অর্থাৎ ১৭ আগষ্ট বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ বিগ ব্যাশের পার্থ স্কচার্স। ১৯ আগষ্ট বাংলাদেশের ম্যাচ স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের সঙ্গে। ২১ আগষ্ট বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন স্টারস। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা)।


গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিনিধিদের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর ‍দুইটায় খেলতে নামবে তারা। গ্রুপ পর্বের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। টুর্নামেন্টের গত আসরে রানার আপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা জিততে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা।


টপ এন্ড সিরিজের জন্য বাংলাদেশ দল:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, জিশান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরি, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল, হাসান মাহমুদ।

]]>
সম্পূর্ণ পড়ুন