সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত বাবুল মিয়া বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বাবুল মিয়া বিষপান করেন। বিষপানের পরপরই তিনি তার বৃদ্ধা মাকে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ চিকিৎসার পর সন্ধ্যা ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
আরও পড়ুন: ঋণের চাপে গলায় ফাঁস নিলেন প্রাথমিকের প্রধান শিক্ষক
পরিবারের সদস্যরা জানান, বাবুল মিয়া জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৩ লাখ টাকারও বেশি ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি পরিশোধের তারিখ ঘনিয়ে আসায় তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। ধারণা করা হচ্ছে, এই মানসিক দুশ্চিন্তা থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।
বাবুল মিয়া স্ত্রী, মা ও শাশুড়িকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। তার দুই সন্তান বিশ্বনাথ পৌর শহরে থেকে পড়াশোনা করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·