শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও শনিবার (১২ জুলাই) ফেসবুকে সে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সবার নজরে আসে।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় একটি সাউন্ড সিস্টেম ও লাইট দিয়ে সাজানো নৌকা নিয়ে কয়েকজন যুবক সোনতলা ব্রিজসংলগ্ন করতোয়া নদীতে আসেন। তারা উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি করছিলেন এবং একপর্যায়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকেন। স্থানীয়রা বারবার তাদের এমন আচরণ বন্ধ করতে বললেও তারা তাতে কান দেননি। পরে উত্তেজিত এলাকাবাসীর একটি দল লাঠিসোঁটা নিয়ে নৌকায় উঠে যুবকদের মারধর করেন এবং সাউন্ড সিস্টেম ও লাইট ভেঙে ফেলেন। এ সময় আতঙ্কে অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়েন। এতে কয়েকজন আহতও হন বলে জানা গেছে। পরবর্তীতে নৌকার মাঝি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নৌকায় থাকা সবাইকে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
আরও পড়ুন: বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় সড়ক ছাড়ল শিক্ষার্থীরা
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে জোর আলোচনার সৃষ্টি হয়। যদিও নৌকাটিতে কারা ছিলেন বা তারা কোথা থেকে এসেছিলেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি কেউই।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ‘ঘটনার ভিডিও ফেসবুকে দেখে বিষয়টি জানতে পেরেছি। পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে আমরা ঘটনাটি তদন্ত করছি। অভিযুক্তরা কারা ছিল এবং প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।’